রতুয়া ১: ভয়ংকর নদী ভাঙ্গনের জেরে সবকিছু নিমেষে তলিয়ে যাচ্ছে জীতুটোলা গ্রামের বাসিন্দাদের
Ratua 1, Maldah | Sep 20, 2025 তীব্র নদী ভাঙ্গনের জেরে বিপর্যস্ত অবস্থা জিতুটোলা গ্রামবাসীদের। নিমেষের মধ্যে সব কিছু গঙ্গা গিলে খাচ্ছে। বাড়িঘরের অংশের সাথে গাছপালা ধ্বসে পড়ছে গঙ্গা গর্ভে। একের পর এক গ্রাম বিপর্যস্ত পরিস্থিতি রয়েছে। শ্রীকান্তটোলা,মুলিরামটোলা গ্রামগুলিও ব্যাপকভাবে এই বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের মধ্যে তীব্র আতঙ্ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উৎসবের মরশুমে যখন মানুষ ব্যস্ত তখন নদী ভাঙ্গনে বাড়িঘর তলিয়ে যাবে এমন আতঙ্কের মধ্যে জিতুটোলা গ্রামের বাসিন্দারা। আতঙ্কে মানুষ।