বিনপুর ১: পুনরায় হাতির প্রবেশ লালগড় রেঞ্জে, ঝিটকা এলাকায় দাপিয়ে বেড়াল হাতির দল
পুনরায় হাতির প্রবেশ লালগড় রেঞ্জের ঝিটকা এলাকায় জমিতে ধান পাকার সময় হাতি প্রবেশ করতেই চিন্তিত এলাকার কৃষকরা। জানা গেছে নিবার রাতে লালগড় রেঞ্জের ঝিটকা এলাকায় ঢুকে পড়ে প্রায় ২-৩ টি হাতির একটি দল। হাতি প্রবেশ করতেই ফসল নষ্টের আশঙ্কায় চিন্তিত এলাকার কৃষকরা।