গত বেশ কয়েক বছর থেকেও এবছর বড়দিনের ছুটিতে পুরুলিয়ার পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেল ২৫ডিসেম্বর বৃহস্পতিবার ।এদিন বনভোজনে আসা মানুষের ভিড় উপচে পড়ল হীরক রাজার দেশ পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ে।অতীতের,বিশেষ করে বিগত কয়েক বছরের রেকর্ড ছাপিয়ে এবার পর্যটকদের ব্যাপক ভিড় হল রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে।সকাল থেকেই বিকেল পর্যন্ত এই পাহাড়ে তিলধারণের জায়গা ছিল না। বেলা যত বেড়েছে ততই ভিড়ও বেড়েছে ।