মাদারিহাট: ডিমডিমা চা বাগানে স্ত্রীকে খুনে অভিযুক্ত স্বামীকে শনিবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে পাঠাল পুলিশ
বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানে স্ত্রীকে পিটিয়ে খুন করেন তাঁর স্বামী দীপাই খাড়িয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকা লাইনের বাসিন্দা দীপাই খাড়িয়ার সঙ্গে ঝগড়াঝাঁটি চলছিল স্ত্রী কুমারি মাহালি খাড়িয়ার। মদ্যপ অবস্থায় দীপাই বেধড়ক প্রহার করেন কুমারিকে। মাথায় কাঠের পিঁড়ি দিয়ে বারবার আঘাত করার পাশাপাশি কুমারিকে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি