হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতা তে বাংলার ভোট রক্ষা WAR ROOM এ দশটি অঞ্চলের সভাপতি প্রধান দের নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল মহাশয় মঙ্গলবার আনুমানিক ৫ঃ৩০ নাগাদ আমতাতে. মঙ্গলবার এই বৈঠকে আগামী দিনগুলিতে কিভাবে এসআইআর নিয়ে কাজ করা হবে তা এই বিশেষ বৈঠকে আলোচনা করা হয় দশটি অঞ্চলে সভাপতিদের নিয়ে।