দুবরাজপুরে বৃহস্পতিবার বিজেপির ‘বুথ বিজয় অভিযান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নবনির্বাচিত সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়, সর্বভারতীয় যুব মোর্চার সহ-সভাপতি তথা দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা সহ জেলা ও মণ্ডল স্তরের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই কর্মসূচির মাধ্যমে বুথ স্তরে দলীয় সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে কার্যকর দিশানির্দেশ ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।