সাঁকরাইল: চুনপাড়াতে আয়োজিত রাস যাত্রায় মহাপ্রভুর দর্শন করলেন বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো
রাস পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁকরাইল ব্লকের চুনপাড়াতে ভক্তিমূলক আবহে অনুষ্ঠিত হলো শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন ও হরিনাম সংকীর্তন।চুনপাড়া সার্বজনীন রাস উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত রাস উৎসব ৩৬ তম বর্ষে পদার্পণ করলো। বৃহস্পতিবার সন্ধ্যায় চুনপাড়াতে মহাপ্রভুর দর্শন করলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো,সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা,ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু ও তৃনমূল নেতা অনুপ মাহাতো।