রঘুনাথপুর ২: রঘুনাথপুর ২ব্লকের কৃষি দফতরের ADO মুক্তেশ্বর সর্দার বদলি হলেন,বাবা তিলকামুর্মু ল্যম্পসে বিদায় সম্বর্ধনা জানান হল
রঘুনাথপুর ২ব্লকের কৃষি দফতরের সহ কৃষি অধিকর্তা মুক্তেশ্বর সর্দার বদলি হলেন মঙ্গলবার দুপুরে রঘুনাথপুর ২ব্লকের রাঙামাটিতে অবস্থিত বাবা তিলকামুর্মু ল্যাম্পসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। আদিবাসী নেতা পরমেশ্বর বেসরা জানান রঘুনাথপুর 2নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা যেভাবে ব্লকের প্রতিটি জায়গার চাষিদের সাথে সু সম্পর্ক রেখে চাষিদের পাশে থেকে সব সাহায্য করেছেন তার তুলনা হবে না।