হিঙ্গলগঞ্জ: পরকীয়া সন্দেহে হিঙ্গলগঞ্জ এলাকায় গৃহবধূকে মারধরের অভিযোগ, ভর্তি করা হলো হাসপাতালে
হিঙ্গলগঞ্জ থানা এলাকায় পরকীয়ার সন্দেহে এক গৃহবধূকে বৃহস্পতিবার ব্যাপক মারধর করে স্বামী। পরিবারের লোকেরা অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই গৃহবধূ। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন গৃহবধুর বাপের বাড়ির লোকেরা। আগামীকাল ঐ গৃহবধূ বাপের বাড়ি লোকেদের সাহায্য নিয়ে হিঙ্গলগঞ্জ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।।