গণকহাটি এলাকা থেকে রাধানগর এলাকা পর্যন্ত পথশ্রী ৪ প্রকল্পের রাস্তা শুভ উদ্বোধন করলেন মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নমিতা সাহা। এছাড়া উপস্থিত ছিলেন মগরাহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির কার্যকরী সভাপতির রুনা ইয়াসমিন ও এলাকার জনপ্রতিনিধিরা
মগরাহাট ২: গণকহাটি এলাকা থেকে রাধানগর পর্যন্ত পথশ্রী ৪ প্রকল্পের রাস্তা শুভ উদ্বোধন করলেন বিধায়িকা নমিতা সাহা। - Magrahat 2 News