হবিবপুর: বুলবুলচন্ডীতে জাগ্রত বুড়িমার পূজোয় ব্যস্ততা তুঙ্গে, চলছে সাজসজ্জা
হবিবপুরের বুলবুলচন্ডী হাসপাতাল মোড় সংলগ্ন বুড়িমা কালীপুজো এবছর ৮০ বছরে পদার্পণ করেছে। প্রায় ২৬ ফুট উচ্চতার মূর্তির প্রস্তুতি চলছে জোর কদমে। পুজো কমিটির সদস্য অরিন্দম সাহা জানান, বাংলাদেশে সাহা পরিবারের পূর্বপুরুষ ননীগোপাল ও ভোলানাথ সাহা এই পুজোর সূচনা করেন। পরে স্বপ্নাদেশে বুড়িমার কাঠামো টাঙ্গন নদী থেকে উদ্ধার করে ১৯৪৪ সালে এখানে প্রতিষ্ঠা করা হয়।