হরিশ্চন্দ্রপুর ১: বাল্যবিবাহ থেকে অসামাজিক কার্যকলাপ সমস্ত বিষয়ের সচেতন করতে হরিশ্চন্দ্রপুরে পথ নাটকের মধ্য দিয়ে সচেতনতা পুলিশের
সাধারণ মানুষকে সচেতন সতর্ক করে তুলতে পথনাটকের মধ্য দিয়ে পদক্ষেপ গ্রহণ করল পুলিশ। হরিশ্চন্দ্রপুর এলাকায় পুলিশ প্রশাসনের তরফে আয়োজন করা হলো একটি পথনাটক মূলক অনুষ্ঠান। পুলিশ কর্তাদের উপস্থিতিতে বাল্যবিবাহ তে কি ধরনের ক্ষতি সেগুলি বোঝানো এবং অসামাজিক কার্যকলাপে কেউ যুক্ত থাকলে কি ধরনের তারা শাস্তি পাওয়ার যোগ্য সমস্তটা পুলিশ প্রশাসনের তরফে তুলে ধরা হয়। উৎসবের দিনগুলি ভালো কাটানোর সাথে সচেতন সতর্ক থাকাও জরুরি। পুলিশের তরফে এই বার্তা তুলে ধরা হয়।