গাজোল: টোটো ও বাইকের সংঘর্ষের জেরে টোটোর নিচে চাপা পরে টোটো চালক সহ ১ মহিলা প্যাসেঞ্জার আহত হয় চিত্ত পল্লী ৮১ নং জাতীয় সড়কে
Gazole, Maldah | Sep 16, 2025 টোটো ও মোটর বাইকের সংঘর্ষের জেরে টোটো পালটি খেয়ে পড়ে যায় সড়কের উপর। এরপর টোটো চালক সহ এক মহিলা প্যাসেঞ্জার আহত হয়। এরপর স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে আহত টোটো প্যাসেঞ্জারের নাম চুমকি সরকার। বয়স 29 । বাড়ি গাজোলের ঘাকশোল এলাকায়। আহত টোটো চালকের নাম গড় তালুকদার। বয়স 55 বছর। বাড়ি গাজোলের আরাজী জালসা। দুর্ঘটনাটি ঘটে গাজোল চিত্ত পল্লী ৮১ নং জাতীয় সড়ক এলাকায়। মঙ্গলবার