পটাশপুর ২: চকঘুলিতে গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী গৃহবধূ মৃতদেহের ময়না তদন্ত হলো কাঁথি মহাকুমা হসপিটালে
রামনগরে চকগুলিতে গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী গৃহবধূ মৃত্যুদের ময়না তদন্ত হলো স্থানীয় সূত্রে জানা গিয়েছে গৃহবধুর নিজের বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী হয় গৃহবধুর নাম সূচনা মহারানা তিনি বাড়ির মধ্যে চৌকাঠে গলায় ফাঁসনান পরিবার দেখতে পেয়ে ঝুলন্ত দেও নামে স্থানীয় হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে | পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাঁথি হসপিটালে পাঠালে মৃতদের ময়নাতদন্ত করা হয় | মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি |