জামবনি: জেলা শাসকের নিকট গণ ডেপুটেশনকে সামনে রেখে বেরাগাড়িতে হল কুম্ভকার উন্নয়ন পরিষদের বিশেষ আলোচনা সভা
জেলা শাসকের নিকট গণ ডেপুটেশনকে সামনে রেখে বুধবার রাতে জামবনি ব্লকের বেরাগাড়িতে হল কুম্ভকার উন্নয়ন পরিষদ ঝাড়গ্রাম জেলা কমিটির বিশেষ আলোচনা সভা। জানা গেছে কুম্ভকারদের জন্য উন্নয়ন বোর্ড গঠন, মৃৎশিল্পীদের জন্য মাটির ব্যবস্থা করা, ওবিসি এ সার্টিফিকেটের সরলীকরণ ও দ্রুততার সঙ্গে প্রদান করার সহ একাধিক দাবিতে আগামী ১৫ ই ডিসেম্বর ঝাড়গ্রাম সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জেলা শাসকের নিকট গণ ডেপুটেশনের ডাক দিয়েছে কুম্ভকার উন্নয়ন পরিষদ।