খড়গপুর ১: খড়্গপুরের বামনপাড়ায় দুর্গাপূজার প্যান্ডেলেই অনুষ্ঠিত হলো লক্ষী পূজা
দুর্গাপূজার প্যান্ডেলেই খড়্গপুরে লক্ষ্মীপুজো। হিন্দু শাস্ত্রে নিয়ম অনুযায়ী দুর্গাপুজোর পর দুর্গা প্রতিমার প্যান্ডেলেই লক্ষ্মীপূজো করার চল রয়েছে। এই রীতি মেনেই খড়্গপুরের বামনপাড়া সার্বজনীন দূর্গা পূজার প্যান্ডেলে অনুষ্ঠিত হলো লক্ষ্মী পূজা। আজ সোমবার রাত্রি প্রায় সাড়ে দশটা নাগাদ খড়্গপুরের বামনপাড়া এলাকাবাসীদের উপস্থিতিতে ধুমধাম করে অনুষ্ঠিত হলো লক্ষী পূজা।