পান্ডুয়া: ছিনতাইকারীদের হাতে বন্দুক নয় বোতল, বুঝে ওঠার আগেই সর্বস্ব খোয়ালেন পান্ডুয়ার এক স্বর্ণব্যবসায়ী
Pandua, Hooghly | Dec 17, 2025 ছিনতাইকারীর হাতে বন্দুক নয় বোতল, বুঝে ওঠার আগেই সর্বস্ব খোয়ালেন স্বর্ণব্যবসায়ী। আজ বুধবার দুপুর দুটো নাগাদ গ্রামগোহালের বাসিন্দা অসীম কর্মকার নামে ওই ব্যবসায়ী জানান পান্ডুয়ার রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের মনিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় তার একটি ছোট সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতন গতকাল সন্ধ্যায় আটটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল মোটরবাইকে করে। তিনি জানান দাঁপুর ঢোকার আগে মোটরবাইকে করে দুই,,