ময়নাগুড়ি: বিবাহিত মহিলার বাড়িতে ধর্নায় অবিবাহিত যুবক,ঘটনায় চাঞ্চল্য ধুপগুড়ির গাদং ১ গ্রাম পঞ্চায়েতের সাতভেন্ডী এলাকায়
বিবাহিত মহিলার বাড়িতে ধর্নায় অবিবাহিত যুবক। ঘটনায় চাঞ্চল্য ধুপগুড়ির গাদং ১ গ্রাম পঞ্চায়েতের সাতভেন্ডী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুরে সাতভেন্ডি এলাকার এক মহিলার বাড়িতে এক যুবক বিয়ের দাবিতে ধর্নায় বসে। জানা যায় ওই যুবকের সাথে ওই মহিলার দীর্ঘদিনের অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। এদিন দুপুরে এই ঘটনা জানাজানি হতেই এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই মহিলা ও অবিবাহিত যুবককে উত্তম মধ্যম দিতে শুরু করে। এবং ঘটনার ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়