কল্যাণী: কল্যাণীর একাধিক পুজো মণ্ডপে কালীপুজোর থিমের প্রতিযোগিতা, জাঁকজমকপূর্ণ প্যান্ডেল দেখতে ভিড় জনতার
Kalyani, Nadia | Oct 22, 2025 দূর্গা পূজার মতোই কল্যাণী এবং গয়েশপুরের বিভিন্ন এলাকায় একাধিক বড় ক্লাবের কালীপুজোর ধুম দেখা যায়। থিমসহ বিভিন্ন রকম বড় বড় পূজা মন্ডপে চলে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা। এ বছরও কল্যাণীর বেশ কিছু ক্লাবের কালীপুজোর মণ্ডপ নজর কেড়েছে কল্যানীর আঠারোর পল্লী ইউথ অ্যাসোসিয়েশনের কালীপুজোর মন্ডপে রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড়। 13 নম্বর ওয়ার্ডের সানক্লাব ও জেএনএম গেট ব্যবসায়ী সমিতির পুজো মন্ডপ জাঁকজমকপূর্ণভাবে অন্দর সজ্জা করা হয়েছে।