লাভপুর: BLA 2 দের নিয়ে লাভপুরে আলোচনা সভায় বিধায়ক সহ অন্যান্যরা
Labpur, Birbhum | Nov 20, 2025 বৃহস্পতিবার লাভপুর বিধানসভা'র সমস্ত BLA 2 দের নিয়ে লাভপুরে অতুলশিব ক্লাবে আয়োজিত হয়েছিল বিশেষ আলোচনা সভা। সেখানেই হাজির হয়েছিলেন, বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা তৃণমূলের সহ সভাপতি আব্দুল মান্নান, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী সহ অন্যান্যরা।এদিন বিধায়ক BLA 2 দের নিয়ে আলোচনা করার সময় তাঁদের বলেন যে সমস্ত BLA 2রা এস.আই.আর ফর্ম জমা নিচ্ছে বা ওই পোর্টলে আপলোড করছে তাঁরা কি ভাবে করবে কি কি তথ্য দেবে কোন ফর্ম ভুল থাকলে সেটা কে কি ভাবে সঠিক।