বর্ধমান ১: বর্ধমান ১নং ব্লকের গড়তালিত গ্রামে ধুমধাম সহকারে পালন করা হচ্ছে রাস উৎসব বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে
বর্ধমান ১নং ব্লকের গড়তালিত গ্রামে ধুমধাম সহকারে পালন করা হচ্ছে রাস উৎসব বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে। আজ রাস উৎসব। বৈষ্ণব ধর্মের উৎসব রাস। বৃন্দাবন মথুরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই রাস উৎসবের প্রচলন হয়ে আসছে বহু যুগ ধরে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানেও ধুমধাম সহকারে পালন করা হচ্ছে এই রাস উৎসব। বৈষ্ণবী ও ভাবধারায় যা রাস উৎসব শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব রাধা কৃষ্ণের আরাধনায় রাসের মূল বিষয়।