মালদা সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আগমনকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সেই লক্ষ্যেই রবিবার দুপুর দু’টো নাগাদ পুরাতন মালদার সাহাপুর এলাকায় একটি বেসরকারি হোটেলে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। সভায় প্রধানমন্ত্রীর মালদা সফরকে সফল করে তোলার জন্য জনসংযোগ, সভাস্থল ব্যবস্থাপনা, নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।