খয়রাশোল: আলো, ভিড় আর উচ্ছ্বাসে খয়রাশোল! গোষ্ঠ মেলায় হাজারো মানুষের ঢল, কড়া নিরাপত্তায় উৎসবের আমেজ
খয়রাশোলের ঐতিহ্যবাহী গোষ্ঠ মেলা প্রাঙ্গনে বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল, জেলার নানান প্রান্তসহ ঝাড়খন্ড থেকেও হাজার হাজার মানুষ এসেছেন। এই মেলাকে ঘিরে মেতে উঠেছে এলাকার সব সম্প্রদায়ের মানুষজন। মেলা প্রাঙ্গণে শুধুমাত্র খয়রাশোল নয়, বীরভূম জেলার নানান প্রান্তসহ ঝাড়খন্ড থেকেও বহু মানুষজন এসেছেন এই মেলা প্রাঙ্গনে।