ভগবানপুর ১: BJPর সৈরাচারিতার বিরুদ্ধে,মমতার উন্নয়ননের সাথী হতে জেলা জুড়ে দল ছাড়ছে BJP কর্মীরা,কালিকাখালীতে বলেন জেলা সভাপতি
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে বিজয়া সম্মেলনে BJP কর্মীরা তৃণমূলকংগ্রেসের পতাকা ধরে তৃণমূলকংগ্রেসের যোগদান করছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর তৃণমূলকংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ কান্তি পণ্ডা বলেন BJP সৈরা চারিতার বিরুদ্ধে বাংলাকে নিভাজনের বিরুদ্ধে,মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ননের শরিক হতে BJP কর্মীরা দল ছেড়ে তৃণমূলের পতাকা ধরছে