ঝালদা ২: কোটশীলা থানার কর্মভার গ্রহণ করলেন IC এমডি আব্দুর রব খান
আজ থেকে কোটশীলা থানার আইসি পদে কাজে যোগ দিলেন ইন্সপেক্টর এমডি আব্দুর রব খান । এতদিন কোটশীলা থানার ওসি ছিলেন সাব-ইন্সপেক্টর তারাপদ মন্ডল । নতুন আধিকারিককে স্বাগত জানিয়েছেন থানার অন্যান্য পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীরা ।