পৌষ পরব উপলক্ষে দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল । মঙ্গলবার ব্লকের বেলডি শিবমন্দির প্রাঙ্গণে আইএনটিটিইউসি আড়শা ব্লক কমিটির উদ্যোগে। এলাকার কয়েকশো দুস্থ পুরুষ ও মহিলাকে নতুন পোশাক দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, আড়শা ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাতো, ব্লক আইএনটিটিইউসি সভাপতি হরিপদ গরাই, ব্লক যুব তৃণমূল সভাপতি অঘনু মাঝি, জেলা পরিষদের তৃণমূল সদস্য কাকুলি মাহাত প্রমুখ।