বালি-জগাছা: হাওড়া ব্যাটরা থানা অন্তর্গত বিলেলিয়াস ধস নেমে যাওয়ায় বিপত্তি
হাওড়া ব্যাটরা থানার অন্তর্গত 166 /3 বেলেলিয়াস রোডে বিপদজনক রাস্তা। রাস্তার মধ্যে ৮ থেকে ১০ ফুটের ধস নেমে যাওয়ায় যাতায়াতের সমস্যা এলাকা বাসিন্দাদের। সামনে রয়েছে স্কুল কলেজ সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে রাস্তার মাঝখানে গার্ডোয়াল দিয়ে ঘিরে রাখা হয় যাতে কোন দুর্ঘটনা না ঘটে। এদিকে এদিন বেলা বারোটা নাগাদ হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এলাকার বেহাল রাস্তা পরিদর্শনে বেরহন সঙ্গে ছিলেন কেএমডিএর আধিকারিকরা।