মেদিনীপুর: গত কয়েক দিনের মতো আগামী তিন দিনেও অনুরূপ বজ্রবৃষ্টি ঝড়ের সম্ভাবনা জেলায়, মেদিনীপুরে ঘোষণা জেলা প্রশাসনের
ইন্ডিয়া মেট্রলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে সরবরাহ করা নোটিফিকেশন অনুসারে মেদিনীপুর শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক করা হলো জেলা জুড়ে। ইতিমধ্যেই প্রবল বর্ষণের জেলায় বন্যা পরিস্থিতি ঘাটাল এলাকায়। নতুন করে আরো আগামী তিন দিন বর্ষণ থাকবে বলে সতর্ক করা হলো জেলার বিভিন্ন স্থানে। জেলাশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে-যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোলরুম পর্যন্ত খোলা হয়েছে।