বারাসত ২: শাসন থানা এলাকায় মেছোভেড়ি থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
নিখোঁজ যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য,ঘটনাস্থলে শাসন থানার পুলিশ।একদিন নিখোঁজ থাকার পর শাসনের সরদার আটি এলাকার একটি মেছোভেরি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। গতকাল সকালে মাছ কিনে গ্রামে ফেরি করার আগেই নিখোঁজ হয়ে যান, থানায় মিসিং ডায়েরি ও করেন পরিবারের সদস্যরা। শনিবার সকাল আটটা নাগাদ মাছের ভেড়ি থেকে মৃতদেহ জলে ভাসছে দেখে এলাকার মানুষজন পুলিশকে খবর দেয়, পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম আজহারউদ্দিন,বয়স আনুমানিক ২৩ বছর।শাসনের খামার নওবাদ