হীরবাঁধ: তিলাবনী মোড় লাগোয়া এলাকা থেকে উদ্ধার হয় সদ্যোজাত শিশু কন্যা, গায়ে ফোসকা দাগ হয়েছিল জানালেন স্থানীয় বাসিন্দারা
বুধবার বিকেলে হিড়বাঁধের তিলাবনী মোড় লাগোয়া এলাকায় রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে একটি সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার হয়। বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে চারটা নাগাদ ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, হিড়বাঁধ থানার তিলাবনী মোড় থেকে ভূয়াকানা যাতায়াতের রাস্তায় তিলাবনী মোড়ের নিকটে ফাঁকা জায়গায় রাস্তার পাশে ঝোপের মধ্যে থেকে ভেসে আসে এক নবজাতক শিশুর কান্না। তড়িঘড়ি ছুটে গিয়ে পথচারীরা দেখেন ঝোপের মধ্যে পড়ে রয়েছে এক সদ্যোজাত কন্যা।