সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহযোগী সংস্থা আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে আউশগ্রামের বননবগ্রাম ও উক্তায় মিছিল করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭টা নাগাদ এই মিছিলে পা মেলান এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়, ব্লক তৃণমূলের শান্তাপ্রসাদ রায়চৌধুরী, ব্লক যুব তৃণমূলের সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, আউশগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি ইন্দাজুল শেখ সহ অনান্যরা। প্রসঙ্গত, সামনেই বিধানসভা নির্বাচন।