হাইলাকান্দি: পরিবেশের ভারসাম্য রক্ষায় এক পেড় মাকে নাম,সেবা সপ্তাহ প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন DFO
এক পেড় মাকে নাম এবং সেবা হি সমর্পণ, সেবা সপ্তাহ কর্মসূচি জোরদার হাইলাকান্দিতে। এ নিয়ে আজ মঙ্গলবার হাইলাকান্দিতে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন বন বিভাগের হাইলাকান্দি জেলা আধিকারিক DFO . এ কর্মসূচি সফল করতে জেলাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ।