জয়পুর: রেল টেকার বিরুদ্ধে সাধারণ মানুষের পথসভা জয়পুর আটাকল চকে
Jaipur, Purulia | Sep 18, 2025 বৃহস্পতিবার জয়পুর ব্লকের জয়পুর আটাকল চকে সাধারণ মানুষের ব্যানারে পথ সভা।আগামী ২০শে সেপ্টেম্বর আদিবাসী কুড়মি সমাজ জাতিসত্তার দাবিতে রেল টেকার ডাক দিয়েছে। দুর্গাপূজার সময় সাধারণ মানুষের সমস্যা সেই দাবি তুলে রেল টেকার বিরুদ্ধে পথসভা আয়োজিত হয়।