কোচবিহার ১: লাইনস ক্লাবের উদ্যোগে রাস মেলার মাঠে বিনামূল্যে খাওয়ার স্টলে উদ্বোধন করলেন চেয়ারম্যান
শুক্রবার দুপুর একটা নাগাদ কোচবিহার রাসমেলা সংলগ্ন এলাকায় লাইন ক্লাবের পক্ষ থেকে ফুট স্টলের উদ্বোধন করা হলো। মূলত মেলায় আসা মানুষদের এখান থেকেই বিনামূল্যে খাওয়ার দেওয়া হবে। দূর দুরান্ত থেকে অনেক মানুষ আছেন মেলায় যাদের কিছু কিনে খাওয়ার সামর্থ্য থাকে না। এই কারণে যাতে কেউ এসে না খেয়ে ঘুরে না যায় সেই কারণেই দীর্ঘ কয়েক বছর থেকে এই পরিষেবা চালু করেছে লাইনস ক্লাবের সদস্যরা। আজ সেই স্টলের উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ