কোচবিহার ১: কোচবিহার রেলঘুমটিতে পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তির ঘটনায় গ্রেপ্তার 12 জন কে পেশ করা হলো জেলা আদালতে
গতকাল কোচবিহার শহরের রেল ঘুমটি এলাকায় পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে পথ অবরোধে শামিল হয় স্থানীয় বাসিন্দারা। এই পথ অবরোধের ফলে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা সহ বিশাল পুলিশ বাহিনী। তারা অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সাথে বচসা ও ধস্তাধস্তির ঘটনা হয়। এটাই 12 জনকে গ্রেফতার করে পুলিশ এবং আজ তাদের কোচবিহার জেলা আদালতে পেস করা হলো।