সাগরদিঘি: কাবিলপুরের বেহাল রাস্তা খুব দ্রুতই চলাচলের যোগ্য হবে আশ্বাস বিধায়কের,পরবর্তীতে সরজমিনে খতিয়ে দেখতেন তিনি
দীর্ঘদিন ধরে সাগরদিঘির কাবিলপুরের রাস্তা বেহাল বারংবার আন্দোলন করেছে সাগরদিঘির একাধিক সাধারণ মানুষ সহ সাগরদীঘির কাবিলপুরের সুশীল সমাজ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন বারংবার সংবাদ শিরোনামে এসেছে এই কাবিলপুরের বেহাল রাস্তা। আজ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাগরদিঘী তৃণমূল বিধায়ক বায়রণ বিশ্বাস।