সীমলাপাল: বাঁকুড়া-ঝাড়গ্রাম বেহাল রাজ্য সড়কের উপর সিমলাপালে বিজেপির অভিনব প্রতিবাদ
১৪০ কোটি টাকা ব্যয়ে সংস্কারের ছয় মাসের মধ্যেই বেহাল বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক। গর্তে ভরা রাস্তায় দুর্ঘটনা বাড়ায় শুক্রবার সিমলাপালের বিক্রমপুর মোড়ে বিজেপি পথ অবরোধ করে। পরে চকবাইদ মোড়ে ধান গাছ রোপণ ও মাছের চারা ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানায় কর্মীরা। বিজেপি নেতা শৌভিক পাত্র কাটমানির অভিযোগ তোলেন। পাল্টা তৃণমূলের ব্লক সভাপতি সৌমেন পাত্র জানান, প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং আগে কেন্দ্রের বকেয়া টাকা আনতে হবে।