পূর্বস্থলী ২: দুর্গাপূজো নয় কালীপুজোয় মূল উৎসব মেরতলায়, মেরতলায় একসঙ্গে ৩৯ কালীপুজো, ভক্তি-আড়ম্বরের জোয়ার গ্রামজুড়ে
দুর্গাপূজো নয় গ্রামের মূল উৎসব কালী পূজা, আর তাই গ্রামের কালীপুজোকে কেন্দ্র করে প্রতিটি বাড়িতে হাজির হয় অতিথিরা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু'নম্বর ব্লক এর মেডতলা গ্রামে ছোট বড় মিলিয়ে ৩৯ টি কালীপূজো হয়। প্রতিটি পুজো কমিটি একে অপরকে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। উল্লেখযোগ্য পুজো কমিটিগুলির মধ্যে মেরতলা হাই স্কুল পাড়া বারোয়ারি পুজো কমিটি তাদের এ বছর পুজো ২৯ বছরে পদার্পণ করল। অন্যদিকে চন্ডীপাড়া রাজবংশীপাড়া পুজো কমিটির পুজো প্রায় ১০০ বছরের।