বারাসত ২: SIR নিয়ে আমিনপুর এলাকায় প্রস্তুতি সভা করল তৃণমূল
এস আই আর নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করল তৃণমূল। রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বারাসত ২ ব্লকের শাসন থানার অন্তর্গত আমিনপুর এলাকায় স্বস্তি ভিলেজের অনুষ্ঠান গৃহে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ইফতিখার উদ্দিন,মানস ঘোষ, আব্দুল হাই নজিবুর রহমান, মেহেদী হাসান, সাহাবুদ্দিন আলী,মমতা সরকার ধর সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান,উপ প্রধান, জেলা পরিষদ সদস্য, অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা।