ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরে সিজন সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম অমরনাথের বরফানি বাবার আদলে তৈরি হয়েছে মন্ডপ
দুর্গাপুরে সিজন সার্বজনীন দুর্গোৎসব কমিটি, ৪৪ বছরে পদার্পণ করল। এবছরের থিম অমরনাথের বরফানি বাবার আদলে তৈরি হয়েছে মন্ডপ। এই মন্ডপ তৈরি করতে শিল্পীদের সময় লেগেছে কুড়ি থেকে ২৫ দিন। বাস মাটি থার্মকল মেটালিক কে তৈরি হয়েছে এই মন্ডপ। পুজোর এই পাঁচটা দিন ঘিরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ডাকের সাজে তৈরি হয়েছে প্রতিমা। শনিবার বিকেল পাঁচটায় জানালেন উদ্যোক্তারা