পাড়া: সাঁওতালডি বটতলা সর্বজনীন কালীপূজা উপলক্ষে শাড়ী বিতরণ কর্মসূচী করা হলো
Para, Purulia | Oct 20, 2025 সাঁওতালডি থানার অন্তর্গত বটতলা সর্বজনীন কালীপূজা উপলক্ষে শাড়ী বিতরণ কর্মসূচী করা হলো। এই পূজা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। এস টি পি এস কর্মী প্রমোদ সংস্থার ব্যবস্থাপনায় এই পূজো করা হচ্ছে। সোমবার বিকেল পাঁচটা নাগাদ সাঁওতালডি অফিসার্স ক্লাব ও রিক্রিয়েশন ক্লাব ও সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের এইচ আর ডিপার্টমেন্টের উদ্যোগে স্থানীয় এলাকার প্রায় ১০০ জন মহিলা কে কালী পূজো উপলক্ষে শাড়ী বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁওতালডি তাপবিদ্যুৎ ক