মেদিনীপুর: ডিজে নিয়ে নিষেধাজ্ঞা জারি করল মেদিনীপুর পৌরসভা! জানানো হলো মাইক ব্যবসায়ী সমিতিকেও
রাতে বিসর্জন বা যেকোনো উৎসবের জন্য ডিজে তাণ্ডব আটকাতে পদক্ষেপ নিল মেদিনীপুর পৌরসভা। রবিবার সন্ধ্যার পর মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন-বহু মানুষ ফোন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন। সেই মতো কোতোয়ালি পুলিশের সঙ্গে পরামর্শ করে মাইক ব্যবসায়ী সমিতিকে জানিয়ে দেওয়া হয়েছে। রাত বারোটার পর কোনোভাবেই ডিজে মাইকের তাণ্ডব চলবেনা।