রাজগঞ্জ: মেটেলির একটি এলাকায় ৮ বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে,পলাতক যুবক
মেটেলির একটি এলাকায় ৮ বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতেই ঐ শিশুটির পরিবারের পক্ষ থেকে মেটেলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে মেটেলি থানার পুলিশ। জানা যায়, ওই যুবকের বাড়ি ওই শিশু কন্যার বাড়ির পাশেই। ওই যুবক শিশু কন্যাকে ভয় দেখিয়ে তাকে যৌন নির্যাতন করতো বলে অভিযোগ। ওই শিশু কন্যা পুরো বিষয় তার পরিবারকে জানায়।