মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: দোকানে জুয়া খেলায় ধৃত আটজন, মুর্শিদাবাদে পুলিশের অভিযান, তাদেরকে ফটো পাঠাই দুপুর তিনটে নাগাদ
মুর্শিদাবাদ, শনিবার (১লা নভেম্বর, ২০২৫): গোপন সূত্রের খবরের ভিত্তিতে মুর্শিদাবাদ থানার পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে আটজন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে কাপাসডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত প্রায় ১২টা ৫ মিনিট নাগাদ কাপাসডাঙ্গার স্থানীয় মহিরুল সরকার নামের এক ব্যক্তির চা দোকানে জুয়া খেলার খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ হানা দেয়। অভিযানে পুলিশ আটজনকে জুয়া খেলার সময় হাতেনাতে ধরে ফেলে এবং সেখান থেকে ₹১০,৩০০/- টা