রঘুনাথপুর ২: চেলিয়ামার রাজ রাজেশ্বরী সার্বজনীন দুর্গোৎসবের ফিতে কেটে উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত
ভিন রাজ্যে যখন বাংলা ভাষীদের উপর আক্রমণ চালানো হচ্ছে,ঠিক সেই সময় এই রাজ্যের পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম্য এলাকা রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামাতে রাজ রাজেশ্বরী দুর্গোৎসব কমিটি সেই বাংলা ভাষাকেই জনসাধারণের কাছে আরো বেশি করে তুলে ধরতে এবার তারা কবিগুরুর সহজ পাঠকে থিম করে সারা মন্ভপ জুড়ে তা ফুটিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে।পঞ্চাম বর্ষে পদাপর্ণ করা এই পুজোর বুধবার সন্ধ্যায় ফিতে কেটে উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত।