দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে 2026 আসন্ন গঙ্গাসাগর মেলায় আজ সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আনুমানিক শুরু হল সাগর আরতি উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার জি বি ডি এর চেয়ারম্যানসহ প্রশাসনের আধিকারিকরা, প্রদীপ জ্বালিয়ে একটি বন্যার্ত শোভাযাত্রা মাধ্যমে এই সাগর আরতীর শুভ সূচনা ঘটে।।