ইংরেজবাজার: ফোয়ারা মোড়ে প্রগতিশীল সাহিত্য কেন্দ্রের উদ্বোধন
দীর্ঘ কয়েক দশকের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে মালদায় মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র খুলল বামদল সিপিআইএম। পিপলস লিটারেচর নামক মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য কেন্দ্র রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ উদ্বোধন হয়ে গেল মালদা শহরের ফোয়ারা মোড়ে। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষাবিদ সত্যরঞ্জন চৌধুরী। এছাড়াও উদ্বোধন পর্বে সম্মানীয় অতিথি হিসেবে হাজির ছিলেন বিদ্যুৎ বিশ্বাস, সিপিআইএম নেতা অম্বর মিত্র, প্রণব দাস, দোলন চাকী।