তেলিয়ামুড়া: চাকমাঘাট বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকা থেকে তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করে কাস্টম ও AR কর্মীরা
গতকাল রাতে কাস্টম ও আসাম রাইফেলের কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে চাকমাঘাট বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকা থেকে তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করে। জানা যায় ধর্মনগর থেকে গাড়িটি আগরতলার দিকে যাচ্ছিল। এই তথ্য গতকাল রাত ১১ ঘটিকায় কাস্টম দপ্তর থেকে জানায় সাংবাদিকদেরকে।