বড়ঞা: দেবী লক্ষ্মীর আরাধনায় পারশালিকা গ্রাম মুখরিত, হোম যজ্ঞে ভক্তির সুর
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পারশালিকা গ্রামে হালদার পরিবারের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজোকে ঘিরে উৎসবের আমেজ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই পুজোকে কেন্দ্র করে সোমবার রাত্রে এলাকায় জমে ওঠে উৎসবের রঙ। প্রাচীন রীতি মেনে অনুষ্ঠিত হয় দেবী লক্ষ্মীর আরাধনা, বিশেষ পুজো ও হোম যজ্ঞ। সোমবার রাত্রে এলাকার আট থেকে আশি সব বয়সের মানুষ মেতে ওঠেন আনন্দে। ঢাকের বাদ্য, প্রদীপের আলো আর ভক্তিমূলক সংগীতের সুরে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা।