চুঁচুড়া-মগরা: অসুস্থ বিএলওকে চুঁচুড়া থেকে স্থানান্তরিত করা হলো কল্যাণীতে
অসুস্থ বিএলওকে চুঁচুড়া থেকে স্থানান্তরিত করা হলো কল্যাণীতে। বাঁশবেড়িয়ার আই এম হাই মাদ্রাসার প্রাথমিক বিভাগের শিক্ষক তোহরাব বিন আমন বাঁশবেড়িয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১৪৮ নাম্বার বুথের বিএলও হয়েছেন। গতকাল বাড়িতে বসে এস আই আর এর কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে ভর্তি করানো হয় চুঁচুড়ার ইমামবাড়া সদর হসপিটালে। সোমবার সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কল্যাণীর একটি হসপিটালে।